আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রূপগঞ্জের নারী সমাজ জেগে উঠেছে’

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের সমাজে অর্ধেক নারী। পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে এখন নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রূপগঞ্জের নারী সমাজ জেগে উঠেছে। আমাদেরকে কোন অপশক্তি ঘরে আটকা রাখতে পারবে না। আমরা নারী সমাজ এখন স্বাধীন। নারীরা ভালো থাকুক। আমাদের আওয়ামী লীগ সরকার নারীদের অনেক কিছু দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, সবাই সাবধানে থাকবেন। কারও সাথে ধাক্কাধাক্কি করবেন না। আন্তর্জাতিক নারী দিবসে আমি সবাই জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
গত ৮ মার্চ রূপসীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় মেয়র হাছিনা গাজী এসব কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল ,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেলনগর যুব মহিলা লীগের সভাপতি নাজমীন সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।