আজ বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জকে ওরা দখল করে নেওয়ার চেষ্টা করেছে : দীপু ভুঁইয়া

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জকে ওরা দখল করে নেওয়ার চেষ্টা করেছে। রূপগঞ্জে কোন সন্ত্রাসী থাকতে পারবে না। দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জকে স্বপ্নের উপজেলায় রূপ দেওয়া হবে। শুক্রবার সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আজিজ মাস্টার। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল ইসলাম রিপন, সালাহউদ্দিন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, ওমর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম, বিএনপি নেতা রজব আলী ফকির, গোলজার হোসেন ভূঁইয়া, চন্দন ফকির প্রমুখ।