নিজস্ব প্রতিবেদক:
লোপেতেগুই যখন রিয়ালের কোচের পদ থেকে বরখাস্ত হলেন, কে হবেন রিয়ালের পরবর্তী কোচ এই ছিল সংবাদ মাধ্যমের শিরোনাম। সম্ভাব্য কোচের তালিকায় অ্যান্তোনিও কন্তে, আর্সেন ওয়েঙ্গার, আলেগ্রিদের নাম শোনা গেছে। সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে মৌরিসিও পচেত্তিনোর নাম। কিন্তু সোলারি যখন পরপর দুই এল ক্লাসিকোয় হারলেন, তখন যেন সম্ভাব্য কোচের তালিকায় আকাল পড়েছে।
সোলারিও চাকরি হারাতে পারেন বলছেন অনেকে। কিন্তু সেই পালে নেই জোর হাওয়া। অন্তত চলতি মৌসুমে পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব থাকবেন এটা নিশ্চিত। তার সামনে চ্যাম্পিয়নস লিগের পরীক্ষা এখনও বাকি। তবে সোলারি যদি শেষ অবধি বরখাস্ত হন রিয়ালের কোচের দায়িত্ব নেবেন কে। ঘুরে ফিরে আসলো সেই মরিনহোর নাম।
কিন্তু সাবেক পোর্ত, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ম্যানইউ কোচ সুযোগ পেলে কি আবার রিয়ালে ফিরবেন। স্বঘোষিত স্পেশাল ওয়ান বললেন, আদতে তার রিয়ালে ফিরতে কোন সমস্যা নেই। চেলসিতে যখন দ্বিতীয় মেয়াদে ফিরেছিলেন দারুণ বাহবা পেয়েছিলেন। হয়তো রিয়ালে ফিরলেও নিজের জাতটা নতুন করে চেনাতে পারবেন মরিনহো।
রিয়ালে ফেরার প্রশ্নে মরিনহো বলেন, ‘ফুটবলে আমার দারুণ মুহূর্ত হলো আমি যখন দ্বিতীয় মেয়াদে চেলসিতে ফিরলাম। গ্যালারির দর্শকরা যখন আপনার নাম ধরে উল্লাস করবে এটা দারুণ প্রশংসার ব্যাপার। অসম্ভব ভালো এক অনুভূতি হয় তখন। একইভাবে আমার রিয়াল মাদ্রিদে ফিরতে কোন অসুবিধা নেই। এটি এমন এক ক্লাব যারা সবসময় শীর্ষে থাকতে চাই।’
রিয়াল মাদ্রিদ গেল তিন মৌসুমে পরপর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। শেষ পাঁচ বছরে চারবার। কিন্তু মরিনহোর কাছে এটা খুব বেশি অসম্ভব কিছু বলে মনে হয় নি। রিয়াল মাদ্রিদের প্রাপ্যই নাকি ওমন। এছাড়া দ্বিতীয় মেয়াদে যদি রিয়ালের কোচ হওয়ার অনুভূতি নিয়ে সাবেক কোচ বলেন, ‘ক্লাব যদি আপনাকে দ্বিতীয়বার চাই, তবে সেটা দারুণ গর্বের ব্যাপার হবে। স্পেন আমার দারুণ পছন্দের ক্লাব। তবে দেশি ফুটবলারদের নিয়ে গড়া কোন ক্লাবে কাজ করে আনন্দ নেই।’