আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিমান্ডে মামুন -কামাল

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৭ জনের একদিন করে রিমান্ড নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অন্যান্যরা হলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নূর এলাহী সোহাগ ওরফে রাকিব, বিএনপির কর্মী স্বপন মিয়া, কামরুল হাসান, মামুন ও ফজল।

রিমান্ড সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে ১৭ ডিসেম্বর আদালতে প্রেরণ করে। আদালত ১৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য রেখে তাদের আদালতে পাঠিয়ে দেয়। এদিন শুনানি শেষে আদালত ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় ৭১ প্রজন্ম ব্যানারে স্বেচ্ছাবেসক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীরা বিজয় র‌্যালি বের করে। এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় এসআই ছাইফুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনকে আসামী করে মামলা করে।