নিজস্ব প্রতিবেদক: জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে গোদনাইল চৌধুরীবাড়িতে প্রিমিয়ার ব্যাংকের মহিলা উপশাখা অনুষ্ঠান করা হয়েছে। এতে জনদূর্ভোগে পরতে হয়েছে পথচারীদের। মঙ্গলবার দুপুর ১২ টায় চৌধুরীবাড়ি চিত্তরঞ্জনের মূল রাস্তাটি বন্ধ করে এ অনুষ্ঠানটি হয়। এই রাস্তাটিই বন্দর লক্ষণখোলা, আরামবাঘ, চিত্তরঞ্জন, লক্ষীণারায়নের জনগনের চলাচলের এক মাত্ররাস্তা।
ক্ষোপ প্রকাশ করে আরামবাঘের বাসিন্দার মিন বলেন,রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করায় অনুমতি কে দিয়েছে। নাসিক মেয়র,স্থানীয় কাউন্সিলর, নাকি পুলিশ ,নাকি চৌধুরীবাড়ি ব্যবসায়ীরা? প্রশ্ন কার কাছে করমু। কে উত্তর দিতে পারবে। কেউ কোন উত্তার দিতে পারবেনা। তারা অনুষ্ঠান করবে করুন,কিন্তু রাস্তাবন্ধ করে কনে। আবুবক্কর বলেন,জনগনের দূর্ভোগের কথা বলে ব্যাংক কর্মকর্তারা। কিন্তু ব্যাংকের কর্মকর্তারাইতো জনগণের দূর্ভোগের কারণ হয়েছে। রাস্তাটি বন্ধ, সকালে ছেলেকে নিয়ে এসএসসি পরীক্ষা দিতে আইটিস্কুল যাচ্চিলাম।এখান দিয়ে এসে দেখি রাস্তাবন্ধ, পরে ঘুরে অন্যরাস্তাদিয়ে গিয়েছি। এভাবে রাস্তাউপর অনুষ্ঠান করা উচিত হয়নি।
অনুষ্ঠান স্থল ত্যাগকরা নাসিক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন,অনুমতি না নিয়ে রাস্তার উপর অনুষ্ঠানে উপস্থিত থেকে জনদূর্ভোগ দেখতে পারবনা। তাই চলে যাচ্ছি।নাসিক প্যানেল মেয়র মনিুয়ারা বেগম বলেন,আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। এসে দেখে রাস্তার উপর অনুষ্ঠান। শুনতে পারলাম কোন অনুমতি নাই। তাই চলে যাচ্ছি। অনুমতি বিহিন একটি এই অনুষ্ঠানে থেকে দু’চোখে জনগনের দূর্ভোগ দেখতে পারবনা। নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমি মোল্লা বলেন, সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে রাস্তার উপর অনুষ্ঠান করা ওয়ার্ড বাসি দূর্ভোগের পরেছে। এই রাস্তাটি হচ্ছে বর্তমানে চিত্তরঞ্জণ,আরামবাঘ এলাকার সাথে চলাচলের প্রধান সড়ক। এভাবে জনগনকে ভোগান্তিতে ফেলে অনুষ্ঠান করাটাকি জনগনের কল্যানে করা হয়েছে। নাকি দুর্ভোগের কারন হয়েছে। তিনি আরো বলেন, আমাকে বিকালে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে রাতে রাস্তার উপর মঞ্চ করে অনুষ্ঠান হবে। জনগনের প্রতিনিধি হয়ে, চোখের সামনে জনর্দুভোগ দেখতে পারবনা। তাই ভবিষতে এই সড়কটিতে অনুমতি ছাড়া কোন ব্যক্তিগত অনুষ্ঠান করা যাবেনা।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোমেন বলেন,জনগনের চলাচলের রাস্তাবন্ধ করে অনুষ্ঠান করা হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের কোন অনুমতি পত্র দেখাতে পারেনাই। পরে আধাঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হবে এ স্বর্থে অনুষ্ঠান করা হয়।