আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তার দখল ছাড়েনি

নিরাক হাসান

শহরে ২ নং রেলগেটের পাবলিক টয়লেটের বরাবর ফজর আলী ট্রেড সেন্টারের পেছন দিয়ে করিম মার্কেট হয়ে গণবিদ্যা নিকেতন স্কুলের রাস্তা এখনো দখল মুক্ত হয়নি। এ সড়কে দুপাশে এখনো দখল করে রেখেছে ভাসমান হকার, থান কাপড় বিক্রেতা, চা-পানের দোকান সহ অনেকেই।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে গুলশান হলের পেছনে করিম মার্কেট পর্যন্ত ছোট ছোট ট্রলি গাড়ির মধ্যে দোকান বসিয়ে রাস্তা দখল করে রেখেছে হকাররা। এলাকাবাসীদের অভিযোগ তারা কাউন্সিলরের কাছে অভিযোগ করার পরও একনো কোনো ব্যবস্থা নেয়নি। সিটি কর্পোরেশনের কাছেও অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দা অনেকেই।
এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা বাসা থেকে বের হয়ে কোথাও যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়। এই রাস্তা দিয়ে কোনো রিক্সা নিয়ে যাতায়াত করতে পারি না। সিটি কর্পোরেশনের কাছে আমাদের সমস্যার কথাটি জানিয়েছি তারা আমাদের আশ্বাস দিয়েছি। জানিনা আমরা কতো দিনে এই আশ্বাসের বাস্তবরুপ দেখতে পারবো।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাসের মোবাইল ফোনে কল দিলে তিনি ১০ মিনিট পরে ফোন দিতে বলেন। এরপর গত দু’দিন অনেকবার কল দিলেও তিনি তা রিসিভ না করে কেটে দেন।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আলমগীর হিরণ বলেন, এলাকার অনেক স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা হকারদেরকে একাধিকবার বলেছি তারা সরেনি। আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছি হকারদের। এরপরেও যদি তারা না সরে তারপর আমরা এর বিকল্প ব্যবস্থা উচ্ছেদ করে দিবো।