আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ  রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্টমন্ত্রি আসদুজ্জামান খান কামাল  বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ সময় রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের পাশাপাশি যানজট এড়াতে রাস্তায় মেলা না বসানোর আহ্বান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এ সময় ঢাকাতে একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তা ছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখব।