আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর কদমতলী থেকে ৭৩ বছরের বৃদ্ধা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার তুষারধারা থেকে মাজেদা বেগম (৭৩) নামে বৃদ্ধা হারিয়ে গেছেন।

গত ২১ সেপ্টেম্বর বিকেল ৫টায় তিনি নিখোঁজ হন।
মাজেদা বেগম একজন মানুষিক রোগী। তার গ্রামের বাড়ি কুমিল্লার উলুকান্দিতে।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে প্লাজু ও গেঞ্জি ছিল। তার গায়ের রং শ্যাম বর্ন, উচ্চতা ৫ ফুট ০৪ ইঞ্চি।

মাজেদা বেগমের নাতি জোবায়ের মিলন জানান, কদমতলী থানার তুষারধারা আবাসিক এলাকার সাদ্দাম মার্কেট (সাইনবোর্ড) হতে হারিয়ে যান। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজধানীর কদমতলি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে ০১৭৮৩৫২২২৫২ (ছেলে সোহাগ), ০১৯১৪০২৩১৭৭ (নাতি জোবায়ের মিলন) এই নম্বরে যোগাযোগ করুন।