জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে পাট শিল্পের উন্নয়নে এর বহুমুখীকরণ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান সহ অনেকে।
এছাড়া গোলাম দস্তগীর গাজী ক্রেস্ট প্রদান করেছেন।