আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হয়েছেন। বিবিসিকে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি সমাবেশের বাইরে ছিলেন এবং ট্রাম্প কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। সেইসময়ই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।
বিবিসিকে ওই ব্যক্তি বলেন, সমাবেশের কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিচ্ছিলেন একজন। প্রতক্ষ্যদর্শী ওই ব্যক্তির দাবি, ছাদে থাকা ব্যক্তির হাতে তিনি রাইফেলও দেখেছিলেন। তবে এই ঘটনা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন হামলাকারী।

তবে বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এক বিবৃতিতে এফবিআই বলেছে, পেনসিলভানিয়ার বাটলারে ১৩ জুলাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টাকারীকে চিহ্নিত করেছে এফবিআই। তিনি বেথাল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস।

তবে হামলাকারী কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে- এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই। তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ