আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রনি হত্যার আসামি সোহাগ রিমান্ডে

বন্দর থানার হুশিয়ারীর শ্রমিক রনি হত্যার অপরাধে গ্রেপ্তারকৃত সোহাগ হোসেনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত মঞ্জুর এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে পুলিশ গত ১৫ ফেব্রুয়ারি আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে চালান করে দেয়।  রিমান্ডের আসামি সোহাগ হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাগপাড়া এলাকার দুলাল সরর্দারের ছেলে। সে বন্দরের রূপালী আবাসিক এলাকার ভারাটিয়া।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাত ৮টায় নিহত রনি (৩০) হুশিয়ারী গার্মেন্টস এর কাজ শেষ করে বাসায় যাওয়া পথে বন্দর থানার সমরক্ষেত্র মাঠের উত্তর পাশে পৌঁছালে অতর্কিত আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, মুখে, থুতনীতে, দুই হাতের কুনুইয়ের নিচ থেকে কব্জি পর্যন্ত দুই পায়ের গোরালীতে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেয়। ২০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। পরে নিহতের পিতা মো. সালাউদ্দিন ওরফে পলু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ৩৪(১০)১৯।