আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধুকে পিটিয়ে আহত

যৌতুকের দাবিতে

যৌতুকের দাবিতে

 

সোনারগাঁ প্রতিনিধি:
যৌতুকের দাবিতে উপজেলার ছোট সাদিপুর গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ বিষয়ে রোববার (২২ এপ্রিল) ওই গৃহবধু বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সেলিম মিয়ার সঙ্গে বারদী ইউনিয়নের ফুলদী গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে জানাতুল ফেরদাউসের সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বাবার বাড়ী থেকে শ্বশুর বাড়ীতে যৌতুক হিসেবে বিভিন্ন আসবাবপত্র, নগদ টাকা সহ ২ লাখ টাকার মালামাল দেন। বিয়ের কিছু দিন পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আবারো যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় নির্যাতন করে। পরে তার বাবার বাড়ী থেকে স্বামীর বিদেশের জন্য ৫ লাখ টাকা যৌতুক এনে দেন। বিদেশ থেকে অজ্ঞাত কারনে দেশে ফিরে এসে আবারো যৌতুকের টাকার জন্য চাপ দেয়। এতে গৃহবধু রাজী না হওয়ায় গতকাল তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে স্বামী সেলিম মিয়া, দেবর ফারুক, শ্বাশুড়ী আমেনা বেগম একত্রিত হয়ে গৃহবধু জানাতুল ফেরদাউসকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত গৃহবধুকে আশপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। রোববার গৃহবধু জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে স্বামী, দেবর ও শ্বাশুড়ীকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।