আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

আড়াইহাজারে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজন। চিকিৎসার জন্য দুই সন্তানের জননী গৃহবধু আরজুদা আক্তার ( ২৮) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১০টায়।
আহত গৃহবধু উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের দরিদ্র রিকশা চালক মিছির আলীর কন্যা আরজুদা আক্তার জানান, ৮ বছর আগে পার্শ্ববর্তী দরিয়াবাদ গ্রামের আঃ ছাত্তারের ছেলে কাইয়ুম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুর, শ্বাশুড়ী ও দেবরদের প্ররোচনায় স্বামী তাকে মোটা অংকের টাকা যৌতুক আনার জন্য দৈহিক ও মানসিক ভাবে অত্যাচার করতো। ইতো মধ্যে রিকশাচালক পিতা নগদ ৩০ হাজার টাকা এবং ১০ আনা স্বর্ণের জিনিস ও দিয়েছেন। কিন্তু তিনি আর পারছেন না। ঘটনার সময় স্বামী কাইয়ুম, শ্বশুর ছাত্তার, দেবর সাইফুল ও শ্বাশুড়ী জামিনা বেগম মিলে আরজুদার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। আরজুদা তাতে অপারগতা প্রকাশ করলে তাকে সকলে মিলে বেদম প্রহার করে বাইরে ফেলে রাখে। সংবাদ পেয়ে গতকাল বৃহষ্পতিবার সকালে আরজুদার মাতা ফাতেমা বেগম তাকে এনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।