আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যে সকল নিউজে শামীম ওসমানের গা জ্বলে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ তথা সারা দেশের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি শামীম ওসমান। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিতর্কিত এবং পত্রিকার শিরোনাম  হন । নারী কেলেঙ্কারী, ধর্ষণ ,ইভটিজিংয়ের  নিউজ দেখলে শামীম ওসমানের গা জ্বলে। সম্প্রতি দুইটা অনুষ্ঠানে  শামীম ওসমানের বক্তব্যে তা উঠে এসেছে। সর্বশেষ শনিবার (১৯ অক্টোবর) জালকুড়িতে একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শামীম ওসমান বলেছেন, সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে একটা অনুরোধ করতে চায়। হাত জোর করি। নারায়ণগঞ্জের বাচ্চারা কি শিখবে বলোত লোকাল কিছু কিছু পত্রিকা আছে তা দেখে। সাংবাদিকতা সম্মানের একটা পেশা। এই দুইটা তিনটা পত্রিকায় এমন এমন নিউজ লেখা হয়। উমুকের বউ অমুকের সাথে গেলো উমুকের মেয়ে অমুকের সাথে এটা করলো ব্ল্যাকমেইল নিউজ। এটা হলুদ সাংবাদিকতা।  এটা করো না। বরং এইটা করো তোমাকে দেখলে মানুষ এমপির চেয়ে বেশি সম্মান দেবে। তুমি এলাকায় এলাকায় যাও সত্যটা লেখো । জালকুড়ির কোন গ্রামে কোন জায়গায় কোন সমস্যা। ওইটা লেখো। লেখোও লিখে এমপিকে এ্যাটাক করো। এমপি আপনি ওই এলাকার ভোট নিয়েছেন ওই এলাকায় পানির সমস্যা আছে সমাধান করেন। তখন যাবেন মানুষ আপনাকে স্যলুট দেবে।

সর্বশেষ সংবাদ