আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতার উপর হামলা, দাউদপুরে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আজিজুল হক আজিম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার কালনী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিন রানা’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম নয়ন ও মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তৈয়বুর রহমান মামুন, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সহ অনেকে।