আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরফকলে ডিবি ও ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে যুবলীগ জড়িত নয়

যুবলীগ জড়িত নয়

যুবলীগ জড়িত নয়

নিজস্ব প্রতিবেদক:

বরফকল চৌরঙ্গী পার্কের কাছে ডিবি পুলিশের সাথে যুবলীগের কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ১১ নং ওয়ার্ড যুবলীগ।

গণমাধ্যমে প্রেরিত ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ওই দাবি করা হয়। তাঁদের দাবি জালাল উদ্দিন ১১ নং ওয়ার্ডের সাবেক কিংবা বর্তমানের যুবলীগ কমিটি কোথাও নেই। তিনি যুবলীগের কেউ নন।

এর আগে একটি পক্ষ চৌরঙ্গী পার্কের কাছে নারায়ণগঞ্জ জেলা (ডিবি) পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনাকে ‘যুবলীগের সাথে ডিবি পুলিশের সংঘর্ষ’ বলে দাবি করেছিলো। একই সাথে ‘মাইলাইফ’ ফাস্টফুড দোকানের মালিক জালাল উদ্দিনকে ১১ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবেও দাবি করা হয়েছিলো।

বিজ্ঞপ্তিতে চঞ্চল মাহমুদ ও ইসুফ আলী বলেন, রোববার বরফকল এলাকার চৌরঙ্গী পার্কের সামনে একটি ফাস্টফুডের মালিক পক্ষের সাথে ডিবি পুলিশের সংঘর্ষের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জনৈক জালাল উদ্দিনকে ১১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উল্লেখ করায় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তাঁরা দাবি করেন, যুবলীগের সুনাম ক্ষুন্ন করার জন্য একশ্রেণির অসাধু ব্যক্তি বিশেষ জনৈক জালাল উদ্দিনকে ১১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি দাবি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ যুবলীগ একটি সুশৃঙ্খল কমিটি এবং বঙ্গবন্ধুর আদর্শে ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। তাছাড়া সেদিন ওই ঘটনার সময় যুবলীগের কোনো নেতা বা কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলো না। তাঁরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান।