আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যুগ পর টনক নড়েছে কৃর্তপক্ষের

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকায় বেশ কয়েকবার সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে কৃর্তপক্ষের। নারায়ণগঞ্জ ফতুল্লার স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের পাশে জেলা পরিষদ রোড তথা বুড়ির দোকান যাওয়ার রাস্তাটি অবশেষে সংস্কার করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কৃর্তপক্ষরা। জানা যায়, দীর্ঘ এক যুগ পর রাস্তাটির সংস্কার কাজ শুরু করার ফলে ওই এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে দৈনিক সংবাদচর্চা ও এলজিইডি কৃর্তপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সরোজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড তথা এলজিইডি ভবনের পাশের বেহাল সড়কটির মেরামত কাজ খুবই দ্রুত গতিতে করা হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় এক যুগেরও বেশী সময়ধরে ওই রাস্তার বেহাল দশা। বেশ কয়েকবার কৃর্তপক্ষ বরাবর চিছি পাঠানো হয়েছে। কিন্তু তারা যে কোন কারণে রাস্তাটির কাজ করতে বিলম্ব করছিলো। অবশেষে রাস্তার সংস্কার কার ধরা হয়েছে। ওই রাস্তাটি এলকাবাসীর জন্য একটি অভিশাপ ছিলো। কারণ বর্ষাকাল তো দূরে থাক শীতকালেও ওই রাস্তায় হাটুঁ পানি জমে থাকতো। যার ফলে দুই একটি রিক্সা ছাড়া কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না। ৫ মিনিটের রাস্তা অন্য রাস্তা দিয়ে ২০ মিনিটে যেতে হতো। এছাড়াও এই সড়কটির জন্য অনেক দূর্ভোগ পোহাতে হতো। কিন্তু অবশেষে রাস্তাটির সংস্কার কাজ ধরায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) গেলে নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার দৈনিক সংবাদচর্চার প্রতিবেদককে বলেন, খুব শীঘ্রই এই রাস্তার কাজ শেষ হবে। আশা করি এক মাসের ভিতর এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে। এই রাস্তাটির কারণে এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হতো। এ বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম। আর তাই এলকাবাসীর স্বার্থে খুব দ্রুত গতিতে রাস্তাটির সংস্কার কাজ করা হচ্ছে।