আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যারা আহত করেছে তাদের বিচার চাই: খোকন

সংবাদচর্চা রিপোর্ট :

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা বিএনপি নেতা রুহুল আমিনকে(৪৫) চিকিৎসার্থে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ২৮সেপ্টেম্বর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ অর্থ প্রদান করেন। মুড়াপাড়া দড়িকান্দী এলাকায় আয়োজিত অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কনক মিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সদস্য সচিব শাওন শাকিল, ভোলাবো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাজমুল হাসান, যুবদল নেতা আজাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান সব সময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে। খুনি হাসিনা পালিয়েছে। আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই। যারা আহত করেছে তাদেরও আমরা বিচার চাই। শহীদের রক্ত বৃথা যাবে না।
উল্লেখ্য গত ৫আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় পুলিশের গুলিতে বিএনপি নেতা রুহুল আমিন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।