আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যাদুঘরে নারীসহ কবি রবীন্দ্র গোপ আটক

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ যাদুঘরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন () এর সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে এক নারীসহ আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে যাদুঘরের ডাক বাংলোর ভিতরের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে গেছেন। তার বিরুদ্ধে এর আগেও এসব কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব পালনকালে তার অফিসের পিছনেই একটা বেডরুম তৈরি করেন। যেখানে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন বলেও অভিযোগ রয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপরেশন) আলমগীর হোসেন  বলেন, ‘আমরা দুপুর দেড়টায় এলাকাবাসী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে রবীন্দ্র গোপকে একজন নারী সহ আটক করি। বর্তমানে তিনি থানায় আছেন। এখন পর্যন্ত কোন আইনগত ব‌্যবস্থা নেয়া হয়নি।’

কয়েক দফায় চুক্তি নবায়ণ করে রবীন্দ্র গোপ ১০ বছর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৭ মে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এখনো সরকারী বাংলোতে বসবাস করতেন বলে অভিযোগ রয়েছে।