তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : গত বৃহস্পতিবার যমুনা ব্যাংকের ১২১ ও ১২২ তম শাখা হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট শিমরাইল ও হাজী হোসেন প্লাজা মার্কেট স্টাফ কোয়াটারে শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপ- ব্যবস্থাপক পরিচালনা এ,কে,এম সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় তিনি যমুনা ব্যাংকের ১২১ ও ১২২ তম শাখা শুভ উদ্বোধন করেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, যমুনা ব্যাংক দেশের বড় বড় প্রতিষ্ঠ শিল্পপতিদের সমন্বয় পরিচালনা পর্ষদ গঠিত। যমুনা ব্যাংকটি অতিদ্রুত মানুষের কাছে সুনাম অর্জন করেছে। যমুনা ব্যাংক একটি অনলাইন ব্যবস্থা যা গ্রাহকরা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে টাকা লেনদেন করতে পারবে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে টাকা আদান-প্রদান করা যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী হোসেন প্লাজা মার্কেটের ব্যবস্থাপক ও পরিচালক মোঃ কাইয়ুম, মার্কেট কমিটির সহ-সভাপতি মোঃ শওকত হোসেন শহিদ,
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর, তারাব সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।