নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, যত দিন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষতায় আছে তত দিন কোন শিক্ষার্থীর টাকা অভাবে লেখা পড়া বন্ধ হবে না।
১৩ ই মে রবিবার রূপগঞ্জ উপজেলার তারাব আনন্দ পল্লীতে ২০১৮ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার বিস্তার ঘটিয়েছে। ব্যাপক কর্ম সংস্থান সৃষ্টি করছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ বাসিকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এসময় গোলাম দস্তগীর গাজী নগদ অর্থ, সদনপত্র, শুকনা খাবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ ও লায়লা পারভীন, মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী সিকদার, তারাবো পৌরসভা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি এডভোকেট আজিম, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মাসুদ মিয়া, তারাব পৌর যুবলীগের সহ-সভাপতি জাকারিয়া মোল্লা, তারাব সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।