আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ময়মনসিংহে পৌর নির্বাচনে

ময়মনসিংহে পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাময়মনসিংহে পৌর নির্বাচনে

মোঃ হাববিুল্লাহ তালুকদার (ময়মনসিংহ) :-

ময়মনসিংহের হালুয়াঘাটে গত ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। বিধি মোতাবেক পৌরসভার নির্বাচনে ১ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ৫ মার্চ বাছাই, ৮ মার্চ আপিল, ১১ মার্চ চুড়ান্ত প্রকাশ, ১২ মার্চ প্রত্যাহার, ১৩ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানায় উপজেলা নির্বাচন কমিশন।

এদিকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র পদে ছয় জন। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে খাইরুল আলম ভুইয়া। বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, উপজেলা আওয়ালীগের সাধারণ সদস্য প্রশান্ত কুমার সাহা।

বিএনপির মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল হামিদ, বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাদিম আহমদ। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহাম্মদ। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪ শত ২৭। ৩টি সংরক্ষিত আসনে ১০ জন মহিলা প্রার্থী ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকতা মোঃ মাহবুব আলম শাহ্ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল কুমার সরকার ।