স্টাফ রিপোর্টার:
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার শরীরে কোন গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ।
গত ২ সেপ্টেম্বর মুঠফোনে দৈনিক সংবাদচর্চাকে এ কথা জানান তিনি। আরএমও ডা. শেখ ফরহাদ বলেন, নিহত শাওন প্রধানের বুকের বা পাশে এবং পিঠের নিচের অংশে দু’টি ক্ষত চিহ্ন থাকলেও শরীরে কোন গুলি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার তিনি ছুটিতে থাকায় হাসপাতালের চিকিৎসক ডা. মফিজউদ্দিনের নেতৃত্বে একটি বোর্ড গঠন করে নিহত শাওনের ময়নাতদন্ত করা হয়। ওইদিন বিকেল চারটার দিকে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
ময়নাতদন্তে গঠিত বোর্ডের বরাতে আরএমও বলেন, নিহতের বুকের বা পাশে একটি এবং পিঠের নিচের অংশে আরেকটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে শরীরে কোন গুলি পাওয়া যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে এই বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে বিস্তারিত বলা যাবে।