সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ ওলামা লীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন নাঈমকে ভারতীয় ফেসনসিডিল সহ গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ২৩ জুলাই রাত ১১ টা ১৫ মিনিটে সোনারগা উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে মোশারফ হোসেন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্য আসামীরা হলেন জামাল হোসেন,রানা আহমেদ ও গাড়ির ড্রাইভার। গ্রেফতারকৃত সবার বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় এবং দড়িকান্দি।
ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের কাছে থেকে নিষিদ্ধ ভারতীয় ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে সোনারগাঁ থানার এস আই ফয়সাল হওলাদার। যার বাজার মূল্য ২৬ হাজার টাকা।
আসামীদের কাছ থেকে একটি সাদা রং এর প্রাইভেট কার জব্দ করা হয়েছে। যার রেজি নং ঢাকা মেট্ট গ-১৫৮৫৪২। কুমিল্লা হতে ঢাকা দিকে আসতে থাকে একটি সাদা রং এর প্রাইভেট কার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালালে গাড়িতে বসে থাকা প্রধান আসামী মোশারফ হোসেনের পায়ের নিচে থেকে ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১এর ৩ (ক)/৩৩ধারায় একটি মামলা করা হয়েছে। মামলার এজারহারে বলা হয়েছে যে প্রধান আসামী মোশারফ হোসেন নাঈম ফেনসিডিল রূপগঞ্জের বিভিন্ন এলাকা বিক্রি করার জন্য নিয়ে আসে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল নাঈম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।