শহরের দেওভোগ এলাকায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে ইভটিজিং করার দায়ে দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের শাস্তি দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় সাধারণ শাখা, সাধারণ শাখা, ব্যবসা বানিজ্য শাখা, লাইব্রেরী শাখা) আব্দুল মতিন খাঁন। তিনি সংবাদচর্চাকে জানান, এক ছাত্রীকে বিরক্ত করছিলো দুটি ছেলে। তাদের একজনকে ১ হাজার আরেক জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিভাবকদের জিম্বায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
আব্দুল মতিন খাঁন আরো জানান, ছেলে দুটি অপ্রাপ্ত বয়স্ক । পড়ালেখা করে না। ওরা বিশেষ পরিস্থিতির শিকার। আমাদের সমাজ থেকে ইভটিজিং দূর করতে হলে সবাইকে সচেতন হতে হবে।