আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোবাইলে যেভাবে এসএসসির ফল জানা যাবে

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার। এর মধ্য দিয়ে এই পরীক্ষায় অংশ নেওয়া ২১ লাখেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হয়েছে ।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল ঘোষণা করেন।

প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd/), শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

মোবাইল ফোনে ফল জানতে ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা হলে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

সর্বশেষ সংবাদ