নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাণিজ্য মেলা আনন্দ মেলায় পরিণত হয়েছে। শিশুরা অনেক আনন্দ করেছে। বহু লোক একাধিকবার পরিবারসহ মেলায় এসেছে। এবার বাণিজ্য মেলায় কোনো কিছুর কমতি ছিলো না। কোনো বিশৃঙ্খলা হয়নি।
সোমবার (৩১ জানুয়ারি) রূপগঞ্জের পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সরকার বাণিজ্য মেলা থেকে অনেক রাজস্ব আয় করেছে।
মেলা কর্তৃপক্ষকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছর আরও লোক বাড়বে। আগে থেকেই মেলা আয়োজনের প্রস্তুতি রাখতে হবে।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।