আজ শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেম্বার হলে শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন করবো: রিতা

নিজস্ব প্রতিবেদক:

কায়েতপাড়া ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা বলেছেন , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে। সোমবার সকালে জনগল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার রিতা এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল।

এসময় জনগল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার সোহেন,আল আরাফা ইসলামিরা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তার রিমা উপস্থিত ছিলেন প্রমুখ।