নিজস্ব প্রতিবেদক:
মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ই সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় শহরের চাষাড়ায় অবস্থিত লূৎফা টাওয়ারে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা নারায়ণগঞ্জ সদর জুনিয়র ইনচার্জ আর সি আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই. ডি নির্বাহী পরিচালক ফারুক আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলফাজ উদ্দিন ।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে ফারুক আহম্মেদ বলেন, অতিরিক্ত খরচ না করে প্রয়োজন অনুযায়ী খরচ করবেন। বীমা মানুষের জীবনে তিনটি উপকারে আসে (১) অকাল বা দূর্ঘটনার মৃত্যুতে (২) বয়স্ক লোকের মৃত্যুতে (৩) বেঁেচ থাকলে বীমা সুবিধা পাওয়া যায়।বীমাকারী মরে গেলেও তার টাকা পাবে তারই নমিনী। বীমা হলো একটি সেবা মূলক প্রতিষ্ঠান এত মানুষ অবশ্যই উপকৃত হবে। এক সময় দেশে বীমা খাতের উপর মানুষের ভরসা বা আস্থা ছিল না। কিন্তু এখন বীমাকারী ব্যাক্তির লেনদেন সব কিছু চেকের মাধ্যমে করে থাকে। এমন কি সব কিছু জেনে বা বুঝে বীমা করে থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মফিজুল ইসলাম, ডিসি নারায়ণগঞ্জ, আজিজুল হাকিম, ইনচার্জ ডিসি নবীগঞ্জ শাখা অফিস,মোঃ ইয়াকুব আলী, ডিসি নারায়ণগঞ্জ।