আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়া কলেজসহ না.গঞ্জের ৩টি কলেজকে সরকারি করণের প্রজ্ঞাপন জারি

মুড়াপাড়া কলেজসহ না.গঞ্জের ৩টি কলেজকে সরকারি করণের প্রজ্ঞাপন জারি

 

মুড়াপাড়া কলেজসহ না.গঞ্জের ৩টি কলেজকে সরকারি করণের প্রজ্ঞাপন জারি

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া কলেজ সহ নারায়ণগঞ্জের ৩টি বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। অন্য দুটি কলেজ বন্দর উপজেলার কদম রসূল, সোনারগাঁ উপজেলার সোনারগাঁও ডিগ্রি কলেজ ।

রবিবার ১২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আজ আদেশ জারি করা হলো।

এই ৩টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর নারায়ণগঞ্জ জেলার মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫টিতে। এর আগে নারায়ণগঞ্জে তোলারাম কলেজ ও মহিলা কলেজ সরকারি ছিলো।

প্রজ্ঞাপন জারি কথা শুনে কলেজ ৩টির ছাত্র-শিক্ষক,পরিচলক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বইছে। কেউ কেউ মিষ্টি বিতরণ করছে।

মুড়াপাড়া কলেজ সরকারি করণের প্রজ্ঞাপন জারি করায় মুড়াপাড়া কলেজ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ধন্যবাদ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ