সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করার সময় দেশীয় অস্ত্রসহ ৬ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আসামীরা হলেন ডাকাত সর্দার মাহমুদাবাদ এলাকার মোঃ সুমন (৩৮), মুড়াপাড়ার মোঃ রুবেল (২৬), হাওরীপাড়ার বাসুদেব বিশ^াস, বাইনাদির আশিক চন্দ্র দাস (২৫), কুড়িগ্রামের মোঃ সুজন মিয়া (৩৪), মোঃ সাজু মিয়া (৪৪)। গত ২১ অক্টোবর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২টি রামদা, ০১টি তলোয়ার, ০১টি চাপাতি, ০২টি ছোরা, ০২টি লোহার শাবল, ০১টি হাতুরি, ০১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
গতকাল র্যাব গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।