আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে মীরকুটিরছেঁও চৌরাস্তায় গতকাল ৬ নভেম্বর শনিবার রাত সোয়া আটটায় পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের দেহরক্ষী জসিম উদ্দিনের (৩৭) গুলিতে আব্দুর রশিদ মোল্লা (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। সে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক। আব্দুর রশিদ মোল্লা মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে।

নিহত আব্দুর রশিদের ভাই খলিল মোল্লা জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের দেহরক্ষী জসিম উদ্দিন পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশিদ মোল্লার ডান কানের নিচে শর্টগান ঠেকিয়ে গুলি করে। এসময় আব্দুর রশিদ মোল্লা মাটিতে লুটে পড়ে। আশপাশের দোকানের বৈদ্যুতিক বাতির আলোতে তাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে নয়টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের সঙ্গে সেলফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) আবির হোসেন সংবাদচর্চাকে বলেন, একজন গুলিবিদ্ধ হয়েছে। লাশ হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের অস্ত্রসহ দেহরক্ষীর অনুমোদন আছে কিনা আমার জানা নেই। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।