আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় ইজিবাইকসহ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের নাসিংগল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) ভোর ৫ টার দিকে ৭নং ওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরা পথে মুড়াপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, মঙ্গলবার ভোরে একটি অজ্ঞাত লাশসহ একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।