নবকুমার
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি। এখন উন্নত বিশ্বে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর আরও দুটি সেতু হবে। সেতু দুটি সেংশন হয়েছে। একটি সেতু হবে রূপসী টু পূর্বগ্রাম,অপরটি হবে আতলাপুর।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রূপগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরছে। আপনারদের ( রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিক) বসার জায়গা নাই। আপনারা (সাংবাদিকরা) মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলবেন এসিল্যান্ডের কাছে শুনে মুড়াপাড়ার আশেপাশে যে সমস্ত খাস জমি আছে তা খুজে বের করবেন , আমরা সেখানে আপনাদের ( রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিক) বসার ব্যবস্থা করে দেবো। আমি এসিল্যান্ডকে সুপারিশ করবো। যত বড় প্রভাবশালীই হোক খাস জমি উদ্ধার করা হবে।
শুক্রবার ( ২৯ এপ্রিল) রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সময়ের ঈদ গুলোতে ঢাকা- সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তিতে পরত সাধারণ মানুষ। এখন ভুলতা ফ্লাইওভার হওয়ার কারণে মানুষ যানজট মুক্ত পরিবেশে বাড়ি ফিরতে পারছেন। দুর্ভোগ ছাড়া হচ্ছে সকলের ঈদ যাত্রা।
তিনি বলেন, বালু নদীর চনপাড়ায় ওয়াইব্রীজ, কেওঢালায় ও ইউসুফগঞ্জে দু’টি ব্রীজের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজী নির্মূলে প্রশাসন তৎপর।
মন্ত্রী আরও বলেন, রূপগঞ্জের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। দুই হাজার আট সালের আগে আমরা হারিকেন জ¦ালিয়ে থাকতাম। তখন দেশে বিদ্যুতের অভাব ছিলো। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে বিদ্যুত সমস্যা দূর হয়েছে। রূপগঞ্জে শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়েছে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ,তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল । এছাড়া এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকউদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।