আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্না খানকে সংবাদপত্র হকার্স সমিতির শুভেচ্ছা

দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংবাদপত্র হকার্স সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৩০ মে) দুপুরে সংবাদচর্চার অফিস কার্যালয়ে উপস্থিত হয়ে মুন্না খানকে এই ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার বার্তা সম্পাদক মো. আনোয়ার হাসান, সংবাদপত্র হকার্স সমিতির নবনির্বাচিত সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রবি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাদ, কোষাধ্যক্ষ লিটন, সদস্য সুমন, নয়ন সেলিম ও জুলহাস।

এদিকে, ফুলের শুভেচ্ছা পর্ব শেষে সংবাদপত্র হকার সমিতির নবনির্বাচিতদের সাথে কুশল বিনিময় করেন সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশ মুন্না খান। তিনি সকলের খোঁজ খবর নেন এবং সংবাদপত্র হকার্স সমিতির সমৃদ্ধি কামনার পাশাপাশি তাদের যেকোন সমস্যায় পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।