আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় প্রস্তুতি সভা

সংবাদচর্চা রিপোর্ট:
মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এই প্রস্তুতি সভা হয়। এ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, বস্ত্র ও পাটমন্ত্রীর ভাতিজা আশিক গাজী, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, ইউপি সদস্য রনি,মানিক ,মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হাজী পাভেল, কাজল প্রমুখ। এসময় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন।
তাবিবুল কাদির তমাল বলেন, রূপগঞ্জে ৫৫ হাজার সংখ্যালঘুদের ভোটা রয়েছে, এই ভোট নৌকার ভোট ব্যাংক। সবাই যথা সময়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন। আপনারা ভোট দিলে কোন অপশক্তি নৌকাকে হারাতে পারবে না।
গাজী আশিক বলেন, গাজী সাহেব ১৫ বছর যাবত আপনাদের সুখে,দুঃখে পাশে আছে। রূপগঞ্জে বহু উন্নয়ন করেছেন গাজী সাহেব। আপনারা সবাই গাজী সাহেবের সাথে থাকবেন। আগামী নির্বাচনে সবাই তাকে ভোট দেবেন। এবার গাজী সাহেব বিজয়ী হলে আপনাদের কোন কাজ বাদ থাকবে না।

সর্বশেষ সংবাদ