আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ড

মুখ্যমন্ত্রী

সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ডমুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন রাঁচীর বিশেষ সিবিআই আদালত। বর্তমানে জেলে তিনি মালির কাজ করছেন। এজন্য দৈনিক ৯৩ টাকা পাবেন তিনি।

লালুর দল আরজেডির নেতারাও এই সাজার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। লালু তনয় তেজস্বী জানিয়েছেন, তিনি বাঘের বাচ্চা। ফলে এই রায়ের কাছে মাথা নত করছেন না। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

এদিকে রায়ের পর টুইটারে খোলা চিঠি দিয়ে লালু জানিয়েছেন, এই শাস্তিতে তিনি ভয় পান না। কোনো চাপের মুখেই ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরে আসবেন না তিনি। পাশাপাশি অনগ্রসর শ্রেণি ও দলিতদের জন্য তার লড়াইও জারি থাকবে।