আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধাদের অবদান নাটকের মাধ্যমে তুলে ধরতে হবে: মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে “রণাঙ্গনে বীর বাহাদুর” মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটকটি মঞ্চায়িত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) মুড়াপাড়া গাজী অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হয়। নাট্য অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। নাটকটিতে অভিনয় করেছে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। নাটকটি মূল কাহিনী নেয়া হয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জীবন থেকে। তিনি  রণাঙ্গনে বীর বাহাদুর। নাটকটি উপভোগ করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন,বিজয়ের মাসে যেমন আনন্দ তেমন বেদনাও । যারা শহীদ হয়েছে তাদের জন্য বেদনা।

তিনি বলেন, রূপগঞ্জে আমরা যুদ্ধ করেছি। যারা আমাদের আশ্রয় দিয়েছিলো তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মুক্তিযোদ্ধারা বেশি দিন বেচে থাকব না। মুক্তিযোদ্ধাদের অবদান নাটকের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধারতে হবে। মন্ত্রী নাট্য অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, এসিল্যান্ড তরিকুল ইসলাম, ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ