আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশাকে হারিয়ে ইলিয়াস কাঞ্চনের জয়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি পরাজিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি খলনায়ক মিশা সওদাগরকে । মিশা টানা ২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার সভাপতি পদে নায়ক ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। ইলিয়াস কাঞ্চন এবার প্রথম চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার ২৯ জানুয়ারি ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী। তার মধ্যে বাতিল হয়েছে ২৬ টি ভোট।

সর্বশেষ সংবাদ