আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথিলা টেক্সটাইলের প্লাটিনাম অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও সিল অনুষ্ঠান

সংবাদচর্চা রিপোর্ট
মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত লিড প্লাটিনাম অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও সিল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার নরসিংদীর মাধবদীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
উদ্বোধনী অনুষ্ঠান শিল্পমন্ত্রী বলেন, বিদেশিদের বিনিয়োগে আগ্রহী করতে শিল্প উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সব সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, ঢাকা ও এর আশপাশে বিশেষ করে নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো কোনো প্রকার বাধা ছাড়াই আগের যে কোনো সময়ের চেয়ে সাবলীলভাবে চলছে।