আজ রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিতা স্পিনিং মিল পরিদর্শনে মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা স্পিনিং মিল নামে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় বেলা সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমান ও সুত্রপাত তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতিক) ঘটনাস্থল পরিদর্শণ করেন।

কারখানাটির সহকারী ব্যবস্থাপক ফখরুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে ৮ টার দিকে থেকে ধোঁয়া উঠতে থাকে। কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকালে আগুনের খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। ঠিক কিভাবে আগুন লেগেছে বা কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছেনা।