আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়াসহ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তিনজন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন যারা- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার ( ১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য রাখেন। উল্লেখ্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক এমপি ও মন্ত্রী। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নতুন এই প্রেসিডিয়াম সদস্যের সাথে মন্ত্রীর ব্যক্তিগত সু -সম্পর্ক আছে।