আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাহী বি চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণ

বাড়ি

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে মহাজোটের প্রার্থী মাহী বি. চৌধুরীর পৈত্রিক বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলালউদ্দিন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পরে থাকা কয়েকটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

মাহী বি. চৌধুরীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার রাতে মাহী বি. চৌধুরীর শ্রীনগরের মজিদপুর দয়াহাটা গ্রামের পৈত্রিক বাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে। ৪-৫ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা।

আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় মাহি বি চৌধুরী ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা নির্বাচনী প্রচারণার কাজে বাইরে ছিলেন। আতঙ্ক তৈরি করতে বিএনপির সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া আটপাড়া গ্রামের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পও ভাংচুর করা হয়।

বিকল্পধারার সিনিয়র যুগ্ন মহাসচিব মাহি বি চৌধুরী এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

সর্বশেষ সংবাদ