আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহনায় শোক দিবসের আলোচনা সভা

সংবাদচর্চা রিপোর্ট:

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার ২৭ আগস্ট মাহনা ঈদগাহ মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে টিম পজেটিভ বাংলাদেশ- রূপগঞ্জ শাখা । সভায় বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ, আওলাদ হোসেন।
পরে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুসহ ১৫ ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।