আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা মাসুমের জানাযায় অগণিত মানুষের ঢল, স্থানীয় সাংসদসহ শোকে স্তব্ধ গোটা এলাকা

মাসুমের জানাযায় অগণিত মানুষের ঢল

মাসুমের জানাযায় অগণিত মানুষের ঢল

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যুবলীগের জনপ্রিয় সহসভাপতি নাজমুল হাসান ভূইয়া মাসুমের জানাযায় অগণিত মানুষের ঢল নেমেছে। গতরাত ১১টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশ নেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গাজী টিভির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,সহসভাপতি রফিকুল ইসলাম মনির, তারাব পৌরসভার যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,সহসভাপতি নজরুল ইসলাম মফিজ, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম,আ.লীগ ,যুবলীগ,ছাত্রলীগ,ওয়ার্ড কাউন্সিলর সহ হাজারো মানুষ।

মাসুমের জানাযায় অগণিত মানুষের ঢল

যুবনেতা নাজমুল হাসান ভূইয়া মাসুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এক শোক বার্তায় গোলাম দস্তগীর গাজী মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  বলেন, মাসুমের মৃত্যুতে তারাব পৌর যুবলীগের জন্য অপূরনীয় ক্ষতি । আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন।

নাজমুল ভূইয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গাজী টিভির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা পাপ্পা,এক শোক বার্তায় গোলাম মর্তুজা পাপ্পা বলেন,  মাসুম  খুবই ভালো মনের মানুষ ছিলো। আমরা একজন পরিশ্রমী যুবনেতাকে হারালাম।না ফেরার দেশে যেখানেই থাকবে শান্তিতে থাকবে এটাই কামনা করি। ।

নাজমুল ভূইয়ার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অশ্রুসিক্ত হৃদয়ে তার শুভাকাঙ্খীরা তাকে শেষ বিদায় জানান।

মরহুমের  জানাযা শেষে দাফন করা হয় যাত্রামুড়া সামাজিক গোরস্থানে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর । তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।