নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার মাসদাইর থেকে আব্দুল হালিম শেখ (৩৫) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত হালিম শেখ মাসদাইর শেরেবাংলা রোডের মৃত মনসুর ড্রাইভারের পুত্র।
রোববার(২০ জুন) রাতে তাকে মাসদাইর শেরে বাংলা রোডস্থ ১০ তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।এ সময় তার নিকট ২০ পিছ ইয়াবা উদ্ধার করা জয় বলে জানায় পুলিশ।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-১ সঙ্গীয় ফোর্স সহ শেরে বাংলা রোডস্থ ১০ তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে আব্দুল হালিম শেখ কে গ্রেফতার করে।এ সময় তার নিকট থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা থানায় মামলা রুজু হয়েছ বলে জানায় পুলিশ