আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত , আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার সেপাং শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন বাংলাদেশী নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ৭ বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর নিউজ স্ট্রেইট টাইমসের।

নিহত বাংলাদেশিরা হলেন: রাজীব মুন্সি, সোহেল, মহিন, আল আমিন ও গোলাম মোস্তফা।

প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ঘটনাস্থলেই চালকসহ ৯ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা যান। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৩২ জন।

এ ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সেকেন্ড সেক্রেটারি ফরিদ আহমেদ জানান, মরদেহ দেশে পাঠানোসহ ক্ষতিপূরণ আদায়ে কাজ করবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।