নিজস্ব প্রতিবেদক:
সদ্য ঘোষিত সোনারগাঁও উপজেলা বিএনপি’র আহবায়ক আজহারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
বুধবার ( ২৬ জানুয়ারি ) বিকেলে সোনারগাঁ মেঘনা এলাকায় আজহারুল ইসলাম মান্নানের বেপারী ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক করা আজহারুল ইসলাম মান্নান ও মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।