আজ সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘মানুষের সেবা করাই ঈশ্বরের ভক্তি’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা মানবধর্মে বিশ্বাসী। কাজেই ভক্তি, এই শিক্ষাই সকলকে দিতে হবে। ধর্ম তো মানুষের কল্যাণে। মানুষের সেবা করাই ঈশ্বরের ভক্তি। আমি মানুষের সেবা না করে যতই নামাজ পড়ি না কেন, সকাল-সন্ধ্যা যতই আরতি দেই না কেন, কোনো কাজে আসবে না। মানুষের মাঝেই আল্লাহ, ঈশ্বর, ভগবানকে খুঁজে পাওয়া যায়। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন।’

বুধবার সকাল সাড়ে ১১টায় নাসিকের ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজারে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মাণাধীন দু’টি দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ