নিজস্ব প্রতিবেদক:
মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন বলেন, আওয়ামী বাকশালী সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। শুধু তাই নয় মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার হরন, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রন করে দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চাইছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই পুলিশ দিয়ে সেটা পন্ড করে দিচ্ছে। কারন সরকার বিএনপিকে ভয় পায়। তারা বুঝে গেছে জনগন তাদের পক্ষে নেই। সারা দেশে হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্তে মুক্তি দেয়া হউক। সেই সাথে আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করুন। দেশনেত্রীকে ছাড়া দেশে সুষ্ঠ নিবার্চনের পরিবেশ সৃষ্টি হবে না।
এ সময় নিবার্চন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, খুলনার নিবার্চন সিইসির জন্য অগ্নি পরিক্ষা। প্রমান করুন আপনারা কোন দলের পক্ষ হয়ে কাজ করছেন না। সোমবার (১৪ মে) বিকেল ৪ টায় কেন্দ্রীয় কমর্সূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপি নেতা এড. আনিছুর রহমান মোল্লা, স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু।
এসময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজী, হারুন শেখ, ফেদৌসুর রহমান,শওকত হোসেন লিটন, যুবদল নেতা নাজমুল হক রানা, মোস্তাফিজুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা কামাল উদ্দিন জনি, শফিকুল ইসলাম, শাহিন শরিফ, আব্দুল হাসিব, মুক্তাদির রিদয়, সোহেল, শিশির আহম্মেদ শিশু, বিষু, কাদির, অভি, ইমরান, আলতাফ, জুয়েল, আনোয়ার, আকাশ, পাপ্পু (ছোট), মাসুদ নুর প্রমূখ।